জামালগঞ্জ প্রতিনিধি ::
‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জামালগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় জামালগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালি ও পরিষ্কার পরিছন্নতার অভিযান পরবর্তী আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রনধীর দেবনাথ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর।
হাসিবুল হাসান বাতেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এ.কে.এম. সামছুল হক, সমাজকর্মী মো. নুরুল হক, প্রশিক্ষিত যুব ও সফল আত্মকর্মী আরিফ বাদশা, যুব সংগঠক মোহাম্মদ নবী, আফিল মিয়া প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উদ্যোক্তা তোফায়েল আহমদ, জামিরুল ইসলাম, সামায়ুন আহমেদ প্রমুখ।
২০২৪ এর গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্র-জনতাকে শ্রদ্ধার সাথে স্মরণ ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে বক্তারা বলেন, দক্ষ ও প্রশিক্ষিত যুবরাই দেশ গড়ার চালিকাশক্তি হিসেবে কাজ করতে পারে। সরকার যুবকদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মী হিসেবে আয় বর্ধক কাজ শিখিয়ে দিচ্ছে। প্রশিক্ষিত যুবকরা প্রশিক্ষণের পর ব্যবসা ও আয় বর্ধক কাজ করে নিজে স্বাবলম্বী হচ্ছেন ও সমাজের উপকার করছেন। দক্ষ যুব শক্তিই দেশ উন্নয়নের চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখছে। তারা হাঁস-মুরগির খামার, গরু মোটা-তাজাকরণ প্রক্রিয়া, ডেইরি খামার, মৎস্য চাষ, মোবাইল সার্ভিসিং, কম্পিউটার প্রশিক্ষণ, মেয়েরা সেলাই- দর্জি ও বাটিকের কাজ করে স্বাবলম্বী হচ্ছেন। ভবিষ্যতে তাদের এই কর্মকান্ড অব্যাহত থাকলে দেশের আর্থিক সচ্ছলতা আরও বৃদ্ধি পাবে বলে জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ প্রাপ্তদের হাতে সনদপত্র, যুব ঋণের চেক, সফল আত্মকর্মীকে ক্রেস্ট বিতরণ করা হয়।