স্টাফ রিপোর্টার ::
শান্তিগঞ্জ-জগন্নাথপুরে এতোদিন বিনাভোটের এমপি-মন্ত্রী ছিলো বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নে এক সংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করেন পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুক্তরাজ্য বিএনপি নেতা ফারুক মিয়া। চিকারকান্দি গ্রামে বিকেলে তার বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধিত অতিথির বক্তব্যে কয়ছর এম আহমদ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বেশি মামলা ও কারা নির্যাতনের শিকার হয়েছিলেন শান্তিগঞ্জের নেতাকর্মীরা। কার কারণে শান্তিগঞ্জের মানুষ অশান্তিতে ছিলেন? আপনারা জানেন, এই এলাকার একজন বিনা ভোটের এমপি-মন্ত্রী হয়েছিলেন। এক বার নয় বার বার, তাঁর কারোর ভোটের প্রয়োজন হয়নি। এ কারণে তিনি যাচ্ছেতাই করেছেন। জনগণকে তোয়াক্কা করেন নি। শান্তিগঞ্জে মেগা প্রকল্প ছাড়া দৃশ্যমান উন্নয়ন হয়নি। মেগা প্রকল্প করা হয়েছিলো, মেগা দুর্নীতি করার জন্যে। একে উন্নয়ন বলে না। লুটপাটের মচ্ছব বলে। উন্নয়নের প্রথম সিড়ি হলো- দেশের গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার। বিএনপি সরকারে গেলে মানুষের জন্য কাজ করবে। মানুষের ভাগ্যোন্নয়নের চেষ্টা করবে, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনবে। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তারেক রহমানের নেতৃত্বে আগামী সরকার হবে জনগণের সরকার, বিএনপির সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন খান সাগর। দরগাপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ স¤পাদক ও প্রাক্তন ইউপি সদস্য আবদাল হোসেন, যুবদল নেতা ফরিদ গাজী ও আবু জাফর যৌথ পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সুজাতুর রেজা চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ স¤পাদক মুনাজ্জির হোসেন, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক কামরুল ইসলাম রাজু, তোফাজ্জল হক, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক আমিনুর রশিদ আমিন, জেলা যুবদল নেতা মুমিনুল হক কালাচাঁন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুরাদ চৌধুরী, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব তারেক রহমান।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ইলিয়াছ মিয়া, সিরাজ মিয়া, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আওলাদ হোসেন, যুগ্ম-সাধারণ স¤পাদক মোশাহিদ আহমদ মোশাহিদ, তোফায়েল আহমদ, জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক স¤পাদক আবুল কাশেম নাঈম, প্রচার স¤পাদক হিফজুর রহমান চৌধুরী দিদার, জেলা যুবদলের সদস্য আবদুল মজিদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক স¤পাদক জহির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ স¤পাদক হোসাইন, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন মিয়া, জেলা কৃষক দলের আহ্বায়ক অজিত দাশ, উপজেলা ওলামা দলের সভাপতি সজীব আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ স¤পাদক জিয়াউর রহমান তুহিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সুয়েব আহমদ, জুনেদ আহমদ ফয়সল, ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ও ইউপি সদস্য লিটন মিয়া, জেলা প্রজন্মদলের সভাপতি জাহিদুল ইসলাম।
সংবর্ধনা অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা, উপজেলা ও পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, প্রজন্মদল, ওলামা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।