স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জ উপজেলার উত্তর ইউপি খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল ও যোগদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উত্তর ইউনিয়ন খেলাফত মজলিসের আয়োজনে মমিনপুর বাজারে এই অনুষ্ঠানের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি ডা. ফাজিল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক হাফিজ মাওলানা হেলাল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাধারণ স¤পাদক মাওলানা আখতার হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহসাধারণ স¤পাদক মাওলানা নূরুল ইসলাম, জেলা উপদেষ্টা মাওলানা আলিম উদ্দিন, উপজেলা সভাপতি মাওলানা আলী আকবর, সিনিয়র সহসভাপতি মাওলানা জহিরুল ইসলাম, সাধারণ স¤পাদক মাওলানা আইন উদ্দিন সুজন, সহসাংগঠনিক স¤পাদক জিয়াউর রহমান, সাচনা বাজার ইউনিয়ন খেলাফত মজলিসের বায়তুলমাল স¤পাদক মাওলানা মইন উদ্দিন, উপজেলা ইসলামি ছাত্র মজলিসের সভাপতি মো. রায়হান মিয়া, ছাতক দক্ষিণ ছাত্র মজলিসের সভাপতি মো. মোবারক হোসাইন প্রমুখ।
এসময় বক্তাগন বলেন, দীর্ঘ ১৭ বছর আ.লীগের দুঃশাসনকালে মানুষের জীবন জীবিকা নির্বাহ করা কষ্ট হয়েছে। মিথ্যা মামলা হামলা দিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ মানুষকে জেল খাটিয়েছে। গত ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের তোপের মুখে পড়ে ফ্যাসিস্ট আ.লীগ সরকার বাধ্য হয়ে দেশ থেকে পালিয়েছে। এখন মানুষ তার স্বাধীনতা ফিরে পেয়েছে। খুব শীঘ্রই আশা করছি আলেম ও সুশীল সমাজের নেতৃত্বে বাংলাদেশটা সুন্দর একটি সোনার বাংলায় পরিণত হবে। এসময় খেলাফত মজলিসের আদর্শে বিশ্বাসী হয়ে প্রায় ৫০ জন প্রাথমিক সদস্য ফরম পূরণ করে সদস্য হিসেবে যোগদান করেছেন।