কোটা আন্দোলনে সহিংসতার দায়ে সিলেট মহানগরে ১৫ দিনে ১৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গুলিতে নিহত সাংবাদিক তুরাবসহ সহিংসতায় দায়ে দায়েরকৃত সবকটি মামলার বাদী পুলিশ।
বৃহস্পতিবার (১ আগস্ট) সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, কোটা সংস্কারের দাবিতে সিলেটে সহিংসতার ঘটনায় ছয়টি থানায় ১১টি মামলা হয়েছে। এর মধ্যে রয়েছে মহানগর পুলিশের কোতয়ালি থানায় ছয়টি, জালালাবাদ থানায় চারটি, দক্ষিণ সুরমা থানায় একটি।
তিনি আরও জানান, নাশকতাকারীদের গ্রেফতার করার জন্য থানা পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করে যাচ্ছে। বৃহ¯পতিবার মহানগরী এলাকায় পুলিশের অভিযানে সাত জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে কোতয়ালি থানায় ছয় জন এবং দক্ষিণ সুরমা থানায় একজন রয়েছেন। সব মিলিয়ে গত ১৭ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত ১৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, সবকটি মামলা পুলিশ অ্যাসল্ট, সরকারি কাজে বাধা, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা। এর মধ্যে জালালাবাদ থানায় দায়ের করা একটি মামলার বাদী কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রের সহকারী পরিচালক (নিরাপত্তা)।
বৃহস্পতিবার (১ আগস্ট) সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, কোটা সংস্কারের দাবিতে সিলেটে সহিংসতার ঘটনায় ছয়টি থানায় ১১টি মামলা হয়েছে। এর মধ্যে রয়েছে মহানগর পুলিশের কোতয়ালি থানায় ছয়টি, জালালাবাদ থানায় চারটি, দক্ষিণ সুরমা থানায় একটি।
তিনি আরও জানান, নাশকতাকারীদের গ্রেফতার করার জন্য থানা পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করে যাচ্ছে। বৃহ¯পতিবার মহানগরী এলাকায় পুলিশের অভিযানে সাত জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে কোতয়ালি থানায় ছয় জন এবং দক্ষিণ সুরমা থানায় একজন রয়েছেন। সব মিলিয়ে গত ১৭ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত ১৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, সবকটি মামলা পুলিশ অ্যাসল্ট, সরকারি কাজে বাধা, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা। এর মধ্যে জালালাবাদ থানায় দায়ের করা একটি মামলার বাদী কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রের সহকারী পরিচালক (নিরাপত্তা)।