স্টাফ রিপোর্টার ::
দিরাইয়ে উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৯ অক্টোবর) দিরাই উপজেলা উদীচীর অস্থায়ী কার্যালয়ে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় সংগীত পরিবেশন এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটির উদ্বোধন করেন বাংলদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রিয় পরিষদের সদস্য নারায়ণ দাস। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদীচী শিল্পীগোষ্ঠী দিরাই উপজেলা শাখার সভাপতি মনোজ কান্তি পুরকায়স্থের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অনুপম দাসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি যোগপ্রভাত দাস চয়ন, রণধীর চক্রবর্তী, বদরুজ্জামান চৌধুরী, গোপাল দাস, কোষাধ্যক্ষ শুভ্র দাস, সহ সাধারণ সম্পাদক কিরণ চন্দ্র বর্মণ, নাট্য সম্পাদক রিপন দাস।
আরোও উপস্থিত ছিলেন সদস্য অসীম রায় চৌধুরী, পারভেজ আহমদ, শিমুল পাল, মানিক চৌধুরী, সুমন রায়, বকুল বণিক, প্রজেশ তালুকাদর, ভবেশ তালুকদার প্রমুখ।
আলোচনা সভা শেষে চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়। এতে দলীয় সংগীত, একক সংগীত, কবিতা আবৃত্তি, ধামাইল গান ও নাটিকা পরিবেশতি হয়।