স্টাফ রিপোর্টার ::
জনতা চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী শহরের ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে চক্ষু রোগীদের এই চিকিৎসা সেবা দেয়া হয়।
ওইদিন বিভিন্ন স্থান থেকে শতাধিক রোগী চোখের চিকিৎসা নিতে আসেন। এর মধ্য থেকে বাছাই করে ছানিপড়া ৫২জন রোগীকে অপারেশনসহ ব্যবস্থাপত্র, ওষুধ ও চশমা দেয়া হয়। অন্যান্য চক্ষু রোগীদের ব্যবস্থাপত্র দেয়া হয়।
এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টায় শহরের ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল কাদির। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাচ বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার ম্যানেজার মোহাম্মদ গোলাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ গোলাম আজাদ বলেন, ডাচ বাংলা ব্যাংকের লাভের একটি বড় অংশ সরাসরি সমাজের অবহেলিত মানুষের সেবাই ব্যয় করে আসছে। তিনি বলেন, গরিব মেধাবী শিক্ষার্থী যারা টাকার অভাবে লেখাপড়া করতে পারছে না, তাদের ৫০ থেকে ৬০ হাজার টাকা স্কলারশিপ দেয়া হয়। কোনো গরিব রোগী অপারেশন করাতে পারছে না টাকার অভাবে, ওই রোগীর অপারেশনের ব্যবস্থা করে থাকে। এছাড়াও ভূমিধস, দেশের বিভিন্ন এলাকায় মহামারি, দুর্যোগে সবার আগে মানুষের সেবায় ডাচ বাংলা ব্যাংক এগিয়ে আসে।
শহরের জনতা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার চন্দ।
বিনামূল্যে চক্ষু রোগীদের চিকিৎসায় আর্থিক সহযোগিতা করে ডাচ বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখা এবং কার্যক্রম বাস্তবায়ন করে জনতা চক্ষু হাসপাতাল।