স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যা¤প ও যুব সমাবেশ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ স¤পাদক আনিসুল হক।
রবিবার দুপুরে উপজেলা সদরের মধ্যবাজারে আয়োজিত মেডিকেল ক্যা¤েপ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনামের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সায়েমের সঞ্চালনায় যুব সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা রাখাব উদ্দিন, ভাস্কর রায়, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, কৃষক দল নেতা লুৎফুর রহমান প্রমুখ।