ছাতক প্রতিনিধি ::
ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়ন দক্ষিণ শাখা খেলাফত মজলিসের উদ্যোগে কর্মী সমাবেশ সম্পন্ন হয়েছে। শনিবার সকালে মাদ্রাসা বাজারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি শায়েখ মাওলানা ইমাম উদ্দিন।
ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে ও খেলাফত নেতা মকবুল হোসেন এবং জুনাইদ আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা আকিক হোসাইন, পৌর খেলাফত মজলিসের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা জহির আহমদ, সহ-সভাপতি মাওলানা দ্বীন মোহাম্মদ, বায়তুল মাল স¤পাদক ইসমাইল হোসেন মুবিন, মাওলানা আমিরুল হক, সহ সাধারণ সম্পাদক হাফিজ সিদ্দিকুর রহমান, পৌর যুব মজলিসের সভাপতি হাফিজ আবুল হোসেন ইনু, ইউনিয়ন খেলাফত মজলিসের সাবেক সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আহমদ হোসেন, মাওলানা আয়ুবুর রহমান, ক্বারি মাওলানা আকরাম হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আগামী ৩১ অক্টোবর উপজেলা ও পৌর খেলাফত মজলিসের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। শহরের মন্টু বাবুর খেলার মাঠে আয়োজিত সমাবেশে সকল খেলাফত মজলিস কর্মীকে ঐক্যবদ্ধভাবে মিছিলে মিছিলে অংশগ্রহণ করতে হবে। একইসাথে দাওয়াতি মাহফিলগুলো সফল ও স্বার্থক হবে।