দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজারে পূর্বশত্রুতার জেরে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেল আবু বকর সিদ্দিক (২৪) নামের এক যুবক। বৃহ¯পতিবার রাত সাড়ে ১২টার দিকে বিজিবি ও র্যাব যৌথ অভিযান পরিচালনা করে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোণা গ্রাম থেকে রিভলবারসহ ওই যুবক গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবক ইদুকোণা গ্রামের মো. রুস্তম আলীর পুত্র।
স্থানীয় সূত্র জানায়, যুবক আবু বকর ছিদ্দিক একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা শামসুল হকের পুত্র সোহেল মিয়াকে ফাঁসাতে তার ফার্মেসির আবর্জনার বক্সে একটি রিভলবার রেখে দেয় এবং সে নিজেই র্যাব-৯ কে সংবাদ দেয়। পরে যৌথবাহিনী অভিযান করে সত্যতা নিশ্চিত হয়ে উল্টো তাকে আটক করা হলে সে নিজেই ফাঁসানোর জন্য ভারত থেকে রিভলবার এনেছিল বলে স্বীকারোক্তি দেয়। আবু বকর সিদ্দিক দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাকারবারের সঙ্গে জড়িত রয়েছে।
বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৯, সুনামগঞ্জ সিপিসি-৩ কো¤পানী কমান্ডার মেজর মো. ফয়সাল ও সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) নায়েব সুবেদার মো. আব্দুল সিদ্দিকের নেতৃত্বে র্যাব ও বিজিবি সদস্যদের সার্বিক সহযোগিতায় দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোণা বাজার নামক স্থানে বিজিবি ও র্যাবের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে আবু বকর সিদ্দিক (২৪) নামের এক যুবককে রিভলবারসহ আটক করা হয়েছে। আটককৃত আসামি সিদ্দিক অস্ত্রসহ র্যাব-৯, সুনামগঞ্জ সিপিসি-৩ এর হেফাজতে রয়েছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, আটককৃত আসামি সিদ্দিক অস্ত্রসহ র্যাব-৯, সুনামগঞ্জ সিপিসি-৩ এর হেফাজতে রয়েছে।