ছাতক অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়। বুধবার এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার ও ক্লাবের সভাপতি গোলাম মুস্তফা মুন্নার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবু নাসের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী, উপজেলা কৃষি অফিসার তৌফিক হোসেন খান, থানার অফিসার্স ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজিব মোস্তফা, উপজেলা সমাজসেবা অফিসার শাহ মো. শফিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়, উপজেলা প্রকৌশলী সাব্বীর আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. রমিজ মিঞা, উপজেলা একাডেমিক সুপারভাইজার সোয়েব আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুবুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল দাস, উপ-বিভাগীয় প্রকৌশলী সড়ক ও জনপথ মো. সালাউদ্দিন সোহাগ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র চক্রবর্তী, উপ-সহকারী প্রকৌশলী এমএ জাসির ও আয়াতুল জামান, সোনালী ব্যাংকের ম্যানেজার আতিকুল ইসলাম, রূপালী ব্যাংকের ম্যানেজার প্রশান্ত কুমার শীল, উপজেলা কো-অর্ডিনেটর (জাইকা) দেবাশীষ রায়, আনসার ভিডিপি প্রশিক্ষক মিথুন কুমার দে, কর্মসংস্থান ব্যাংকের ম্যানেজার মো. মনিরুজ্জামান, ক্ষুদ্রঋণ কৃষক উন্নয়ন কর্মসূচির ব্যবস্থাপক মোফাজ্জল হোসাইন, সূর্যের হাসি ক্লিনিক ম্যানেজার স্বপ্না বেগম প্রমুখ।
এদিকে, লিটল ম্যাগাজিন ভাস্কর-এর সম্পাদক ও সিলেট সাহিত্য পরিষদের সভাপতি বিশিষ্ট কবি পুলিন রায় ছাতক অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সিলেট সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মো. আলাউদ্দিন তালুকদার এক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন। - সংবাদ বিজ্ঞপ্তি