ছাতক প্রতিনিধি ::
ছাতকের চরমহল্লা ইউনিয়নের কেজাউরা গ্রামের দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৬ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে কেজাউরা গ্রামের তৈয়ব আলীর পুত্র শামস উদ্দিন ও উস্তার আলীর পুত্র সিরাজ উদ্দিন পক্ষদ্বয়ের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, দু’পক্ষের মধ্যে দীর্ঘ দিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। বুধবার সকালে শামস উদ্দিন পক্ষের মঈন উদ্দিনের উপর রাস্তায় হামলা করে সিরাজ উদ্দিনের ছেলেরা। এ নিয়ে দুপুরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। গুরুতর আহত জমিরুল হোসেন (৪০), আমিরুল হক (৩৭), জসিম উদ্দিন (৪৮), খালেদ (৩৫), আব্দুস সালাম (৫০), ফারুক মিয়া (৩০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সুনু মিয়া (৫৪), দেলোয়ার হোসেন (২৯), আব্দুল কাদির (৫০), তেরা বেগম (৩৫), তানভীর (২২), রাহেলা বেগম(২৫), মঈন উদ্দিন (৫০), মাসুমা (১৮), নাজমা বেগম (৪৫), গিয়াস উদ্দিন (৬০) সহ আহতদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা প্রদান করা হয়।