ছাতক প্রতিনিধি ::
ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের ৬নং ওয়ার্ড শাখা খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল স¤পন্ন হয়েছে। বুধবার সকালে ওয়ার্ডের অস্থায়ী কার্যালয়ে ওয়ার্ড খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা উমায়রুল ইসলাম লস্করের পরিচালনায় ও বিশিষ্ট মুরব্বি আলতাবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা সদরুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর খেলাফত মজলিসের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা জহির আহমদ, সাধারণ সম্পাদক কেএম সোলাইমান তালুকদার, সহ-সভাপতি মাওলানা এখলাছুর রহমান। আরও বক্তব্য রাখেন ইউনিয়ন খেলাফত মজলিসের সহ সাধারণ স¤পাদক মাওলানা হাসান আহমদ, ৪নং ওয়ার্ড সভাপতি মাওলানা আবুল মুমিন।
এসময় উপস্থিত ছিলেন মাওলানা ইছহাক, পৌর খেলাফত মজলিসের সাংগঠনিক স¤পাদক মাওলানা ফখরুল আমিন, প্রচার সম্পাদক আব্দুল হামিদ, ইউনিয়ন খেলাফত মজলিসের বায়তুল মাল সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ তামিম, আমির হোসেন, মাওলানা গিয়াস উদ্দিন, মৌলভী আসমত আলী, মাওলানা নেছার আহমদ, মাওলানা ইফতেখার আহমেদ, কামিল আহমেদ প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন হাফিজ মাসুদ আহমেদ ও ইসলামি সঙ্গীত পরিবেশন করেন নাঈম আহমদ।