স্টাফ রিপোর্টার ::
দোয়ারাবাজার উপজেলায় পূর্ব বাংলাবাজার ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের উড়োরগাঁও গ্রামের পাশে চিলাই নদীতে বালু লুট চলছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নান, তার আপন ভাই আব্দুল কাদির ও আবুল হোসেন ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করে বেচাকেনা করছেন।
জানাযায়, শনিবার দুপুরে দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সরেজমিন গিয়ে নিষেধ দিয়ে আসেন। এ সময় সার্ভেয়ার রিপন চাকমা উপস্থিত ছিলেন। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে রাতের অন্ধকারে পুনরায় ড্রেজার চালনা করে বালু উত্তোলন করছেন আব্দুল হান্নান গং।
অভিযোগের ব্যাপারে শিক্ষক আব্দুল হান্নান জানান, তার এক ভাই বিদ্যুতের শর্টে মারা গেছেন। তার অসহায় পরিবারের ঘর নির্মাণে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে চিলাই নদী থেকে।
দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের সার্ভেয়ার রিপন চাকমা বলেন, আমাকে ইউএনও মহোদয় পাঠিয়েছিলেন। আমি সরেজমিন গিয়ে পাহাড়ের মতো বালু ডা¤িপং পেয়েছি। আব্দুল কাদির, আবুল হোসেন ও শিক্ষক আব্দুল হান্নান এই বালু ড্রেজার দিয়ে উত্তোলন করেছেন। আমি নিষেধ দিয়ে এসেছি। পাইপ জব্দ করে রেখে এসেছি। এসব পাইপ স্থানীয় মসজিদ কর্তৃপক্ষের হেফাজতে রেখে এসেছি। যাতে ড্রেজার চালাতে না পারে। এদের বিরুদ্ধে মামলা হবে।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার তনু বলেন, আমি লোক পাঠিয়েছিলাম। পাইপগুলো মসজিদ কর্তৃপক্ষের হেফাজতে রাখা হয়েছে। যদি পরবর্তীতে আবারো ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।