সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার আগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে জাতীয় মৎস্য সপ্তাহের র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। এতে প্রাধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের এমপি ড. মোহাম্মদ সাদিক। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রেজাউল করিমের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সামসুল করিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, জাতীয় মৎস্যজীবী পরিষদ জেলা শাখার যুগ্ম স¤পাদক আলাউর রহমান, মৎস্য খামারি সোহেল রানা। সভায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।
সভার শুরুতে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সভা শেষে মৎস্যজীবীদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করেন অতিথিবৃন্দ। একই সাথে ৪ জন মৎস্যজীবীকে ক্রেস্ট প্রদান করা হয়।