সুনামকণ্ঠ ডেস্ক ::
অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার কারও প্রতি রাজনৈতিক প্রতিহিংসা পোষণ করে না। যারা সত্যিকারের অপরাধী যারা মানুষ খুন করেছে দেশের টাকা লুট করে নিয়ে গেছে, তাদের প্রত্যেকের বিচার হবে। জাতি এই সরকারের কাছে তাই প্রত্যাশা করে। আন্দোলন নিহত ও আহত সবার পরিবার আজীবন সহায়তা পাবে।
শনিবার (১৯ অক্টোবর) দুপুরে কক্সবাজারের পেকুয়ায় জুলাই-আগস্ট আন্দোলনে নিহত ওয়াসিম আকরাম ও চকরিয়া ফাসিয়াখালীর আহসান হাবিবের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা প্রদান শেষে তিনি এ কথা বলেন।
আ ফ ম খালিদ বলেন, জুলাই-আগস্টে আমাদের ভাইদের যারা খুন করেছে আহত করেছে, তাদের সবাইকেই আইনের আওতায় আনা হবে এবং তাদের যথাযথ বিচার করবে এই সরকার। ইতিমধ্যে অনেক অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে।
ধর্ম উপদেষ্টা বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নন, বর্তমান সরকার দেশে একটি সত্যিকারের আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। এই লক্ষ্যে সরকার সংস্কার কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ ওয়াসিমদের জাতি চির দিন স্মরণ করবে। বর্তমান সরকার একটি জুলাই বিপ্লব ফাউন্ডেশন গঠন করবে। এই ফাউন্ডেশনের মাধ্যমে শহীদ এবং আহত পরিবার আজীবন সহায়তা পাবে। পরবর্তী সরকারও যাতে এই কার্যক্রম চলমান রাখে তা নিশ্চিত করা হবে।
তিনি জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছে- তাদের প্রত্যেক পরিবারকে বর্তমান সরকার ৩০ লাখ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা দেন এই উপদেষ্টা।