স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের ধোপাজান-চলতি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৩ জনকে এক মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ধোপাজান চলতি নদীতে ৭ টি বালুভর্তি নৌকা জব্দ করে যৌথবাহিনীর টাস্কফোর্স কমিটি। ইজারাবিহীন সরকারি বালুমহালে অবৈধভাবে বালি উত্তোলন করায় ১৩ ব্যক্তিকে আটক করে বালু মহাল ও মাটি ব্যবস্থানা আইনে এক মাস করে কারাদ- প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। দ-প্রাপ্তদের সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
যৌথ অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা। অভিযানে সেনাবাহিনী, পুলিশ, আনসার সদস্যরা অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা বলেন, ইজারাবিহীন বালু মহালে অবৈধভাবে বালু উত্তোন করছে একটি চক্র। এটি প্রতিরোধে যৌথবাহিনীর অভিযান চলছে। এই অভিযান অব্যাহত থাকবে।