স্টাফ রিপোর্টার ::
দোয়ারাবাজার উপজেলা যুবলীগের সদস্য ও বাংলাবাজার ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক বকুলকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাংলাবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৪ আগস্ট সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গত ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করা হয়। ওই মামলায় সাবেক এমপি মুহিবুর রহমান মানিক কারাগারে রয়েছেন।