দোয়ারাবাজারে যুবলীগ নেতা গ্রেফতার

আপলোড সময় : ১৯-১০-২০২৪ ০৮:৩৬:০৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৪ ০৮:৩৬:০৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজার উপজেলা যুবলীগের সদস্য ও বাংলাবাজার ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক বকুলকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাংলাবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৪ আগস্ট সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গত ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করা হয়। ওই মামলায় সাবেক এমপি মুহিবুর রহমান মানিক কারাগারে রয়েছেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com