স্টাফ রিপোর্টার ::
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে গোসলে নেমে আলী আহসান জীবন (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তা মারা গেছেন। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ১টার দিকে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে এই দুর্ঘটনা ঘটে। আলী আহসান পেশায় একজন ব্যাংক কর্মকর্তা। তার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা। তিনি উপজেলার চরফরাদী ইউনিয়নের চরফরাদী মোক্তার বাড়ির মো. সরফ উদ্দিনের ছেলে। মোহাম্মদ আলী আহসান জনতা ব্যাংক পিএলসি-এর ঢাকা কেন্দ্রীয় ব্যাংকের আইন শাখায় প্রিন্সিপাল কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং ঢাকার মুগদা এলাকায় পরিবারসহ বসবাস করতেন।
আলী আহসানের সাথে ঘুরতে আসা সহকর্মী আমিনুর রহমান জানান, ঢাকা থেকে ৩৪ জনের একটি টিম নিয়ে টাঙ্গুয়ার হাওরের ঘুরতে আসেন তারা। হাউসবোটটি দুপুর ১টার দিকে হাওরের ওয়াচ টাওয়ারে যাত্রা বিরতি করে। সেখানে সবাই গোসলের জন্য পানিতে নামেন। তখন হাওরে কিছুটা ঢেউ ছিল। একপর্যায়ে গোসল শেষ করে সবাই বোটে আসলেও সহকর্মী আলী আহসানের আর দেখা মিলেনি। তখন থেকেই আলী আহসান নিখোঁজ। প্রায় চার ঘণ্টা পর বিকেল সাড়ে ৪ টার দিকে ব্যাংক কর্মকর্তা আলী আহসানের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা উদ্ধার তৎপরতা শুরু করি। পরে সুনামগঞ্জ ও তাহিরপুর উপজেলার ফায়ার সার্ভিসের লোকজন নিয়ে ডুবুরিদের সহায়তায় বিকেলে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করতে আমরা সক্ষম হই। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।