সুনামকণ্ঠ ডেস্ক ::
জুলাই গণহত্যায় নিহতদের প্রতি পরিবারকে ৩০ লাখ করে টাকা দেবে সরকার। বৃহ¯পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এই কথা জানান।
মাহফুজ আলম বলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশন তাদের সক্ষমতা অনুযায়ী কাজ করছে। জুলাই-আগস্ট আন্দোলনে প্রথম পর্বে শহিদ পরিবারকে ৩০ লাখ করে টাকা দেয়া হবে। আহতদের পরিবারের পুনর্বাসনের জন্যও ব্যবস্থা নেওয়া হবে আগামীতে।
এ সময় পল্লীবিদ্যুৎ শ্রমিকদের সরকারের সঙ্গে আলোচনার আহ্বান জানান মাহফুজ তিনি বলেন, পল্লীবিদ্যুৎ শ্রমিকরা কর্মবিরতিতে যাওয়ার পরিকল্পনা করছেন। আমরা বলবো আমাদের সঙ্গে আলোচনায় আসতে।
স্বাস্থ্য, গণমাধ্যম, শ্রমিক ও নারী বিষয়ক আরও ৪টি কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে এই কমিশন পূর্ণাঙ্গ করা হবে বলে জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। চাকরির প্রবেশের বয়সসীমা নির্ধারণের ক্ষেত্রে কমিটির সুপারিশ পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।
বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে তিনি বলেন, আরও ৩টি বিষয়ে আলোচনা হয়েছে। শহিদদের তালিকা, সেসময় হাসপাতাল থেকে অনেক কাগজ সরিয়ে ফেলায় তথ্য নিশ্চিত করা যাচ্ছে না। মাঠ পর্যায় থেকে যাচাই-বাছাই করা হচ্ছে। যারা কাগজ সরাতে নির্দেশ দিয়েছে তাদের শাস্তির ব্যবস্থা করবে সরকার।