স্টাফ রিপোর্টার ::
মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের জলুষা গ্রামের বাসিন্দা মো. সিরাজুল ইসলামের পুত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মো. আয়াতুল্লাহ (২২)- এর কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বৃহস্পতিবার জলুষা গ্রামে গিয়ে তিনি আয়াতুল্লাহ’র পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ গিয়াস উদ্দিন, নেজারত ডেপুটি কালেক্টর মো. মোস্তাফিজুর রহমান ইমন, মধ্যনগর অফিসার ইনচার্জ মো. সজীব রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।