স্টাফ রিপোর্টার ::
‘উন্নত জীবন ও সুন্দর ভবিষ্যতের জন্য খাদ্যের অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে শহরের কাজীর পয়েন্ট এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও এফআইভিডিবি’র উদ্যোগে অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রফেসর পরিমল কান্তি দে, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ও কৃষিবিদ বিমল চন্দ্র সোম, সহকারী জেলা খাদ্য কর্মকর্তা বি.এম মুশফিকুর রহমান, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মোহাম্মদ শওকত উছমান মজুমদার।
এফআইভিডিবি’র প্রজেক্ট কোঅর্ডিনেটর মো. হাসনাইন-এর পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা হাওর বাচাও আন্দোলনের সভাপতি ইয়াকুব বখত, জেলা ক্যাবের সাধারণ স¤পাদক সাংবাদিক শাহজাহান চৌধুরী, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আ স ম ফজলুল করিম সাঈদ, সাংবাদিক আকরাম উদ্দিন, উন্নয়ন সংস্থা রাস-এর নির্বাহী পরিচালক ধ্রুপদ চৌধুরী নূপুর, আরডিএসএ’র নির্বাহী পরিচালক মিজানুল হক সরকার, এফআইবিডিভি’র অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা সঞ্চুবীর রায় প্রমুখ। আলোচনা সভা শেষে একটি র্যালি শহরের কাজির পয়েন্ট এলাকা প্রদক্ষিণ করে।