স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর এলাকার মইনুল হক মার্কেটের সামনের সড়কে ডিবি পুলিশের অভিযানে ১৮ বোতল বিদেশি মদসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত অনুমান ৯টায় এই অভিযান করে ডিবি পুলিশের সদস্যরা। এ সময় অভিযানে ছিলেন এস.আই পলাশ, এ.এস.আই নুরুন্নবী, এ.এস.আই নজরুলসহ সঙ্গীয় কনস্টেবল। গ্রেফতারকৃতরা হলেন সাব্বির মিয়া (১৯)। তার পিতার নাম শওকত আলী। সে বিশ্বম্ভরপুর উপজেলার চালবন্দ গ্রামের বাসিন্দা। অপরজন হেলাল মিয়া (২০)। তার পিতার নাম নুরু মিয়া। সে শান্তিগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা।
সুনামগঞ্জের ডিবি ওসি আমিনুল ইসলাম জানান, সুনামগঞ্জ পৌরসভার মল্লিকপুর এলাকা থেকে বিদেশি মদসহ দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।