
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন স¤পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিআরডিবি কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে এবিএম ফয়জুন নূর ছাতা প্রতীক, মো. আব্দুল আলী চেয়ার প্রতীক ও আব্দুল বাছিত চৌধুরী আম প্রতীক নিয়ে অংশগ্রহণ করেন। মোট ৪১ জন ভোটারের মধ্যে ৪০ জন ভোট প্রদান করেন। নির্বাচনে চেয়ার প্রতীকে আব্দুল আলী ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল বাছিত চৌধুরী ১৩ ভোট পেয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রদীপ চন্দ্র সরকার ভোটের ফলাফল ঘোষণা করেন।