স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি)-তে চার বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে চূড়ান্তভাবে ভর্তি নিশ্চিত করেছে ১২৮ শিক্ষার্থী। প্রথম বর্ষের (২০২৩-২৪) ক্লাস আগামী ৩ নভেম্বর শুরু হবে বলে জানিয়েছেন সুবিপ্রবি কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৪ টায় তিনদিনব্যাপী চলমান এই চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। এতে চার বিভাগে ১২৮ শিক্ষার্থী ভর্তি চূড়ান্ত করেছেন। এরমধ্যে রসায়ন বিভাগে ২৮ জন, পদার্থ বিভাগে ৩০ জন, গণিত বিভাগে ৩০ জন ও ক¤িপউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ৩৮ জন শিক্ষার্থী ভর্তি নিশ্চিত করেছেন। এরমধ্যে কোটায় আছেন দুই শিক্ষার্থী। আগামী ৩ নভেম্বর সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অস্থায়ী ক্যাম্পাসে পাঠদান শুরু করবে সুবিপ্রবি।
এ ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু নঈম শেখ বলেন, সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হচ্ছে। আগামী ৩ নভেম্বর ক্লাস শুরু মধ্য দিয়ে ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি আমরা। যদিও আমাদের এখনো স্থায়ী ক্যা¤পাস নেই তবুও আমরা শিক্ষার্থীদের নিরাপত্তাসহ সকল সুযোগ সুবিধা দিতে বদ্ধ পরিকর। সুবিপ্রবি প্রতিষ্ঠায় যারা অগ্রণী ভূমিকা রেখেছেন তাদের এবং সার্বিক সহযোগিতার জন্য সুনামগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।