সুনামকণ্ঠ ডেস্ক ::
এক বছরে ব্রিটেনের জনসংখ্যা সাড়ে ছয় লাখের বেশি বেড়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাজ্যের জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ অভিবাসন।
পরিসংখ্যান অনুসারে, মঙ্গলবার যে তথ্য প্রকাশ করা হয় তাতে দেখা যায়, গত বছরের মাঝামাঝি সময়ে দেশটিতে ৬ কোটি ৮২ লাখ ৬৫ হাজার ২০০ মানুষের বসবাস ছিল যা এক বছর আগের ৬ কোটি ৭৬ লাখ ২ হাজার ৮০০ থেকে ৬ লাখ ৬২ হাজার ৪০০ জন বেড়েছে।
অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) রিপোর্ট করেছে যে, ২০২২ সালের মাঝামাঝি পর্যন্ত বছরে ০.৯% শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ২০২৩ সালের মাঝামাঝি বছরে এক শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মানে দুই বছরে যুক্তরাজ্যের জনসংখ্যা ১ দশিমক ২৮ মিলিয়ন বেড়েছে।
জুন ২০২৩ থেকে ১২ মাসে ৬ লাখ ৬২ হাজার ৪০০ বৃদ্ধি ১৯৭১ সালে তুলনামূলক তথ্য প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বড় বার্ষিক সংখ্যাগত বৃদ্ধি।
ওএনএনের তথ্যসারণি অনুযায়ী, ২০২৩ সালের মাঝামাঝি পর্যন্ত যুক্তরাজ্যের চারটি অংশের জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ ছিল নেট আন্তর্জাতিক অভিবাসন।
সর্বশেষ পরিসংখ্যান দেখায় যে, যুক্তরাজ্যে নতুন শিশুর জন্মের সংখ্যার চেয়ে বেশি মৃত্যু হয়েছে। এই নেতিবাচক হার ১৬ হাজার ৩০০।