দিরাই প্রতিনিধি ::
দিরাই উপজেলার শ্যামারচর বাজার থেকে বিপুল পরিমাণ দেশীয় মদসহ বিল্লাল মিয়াকে আটক করেছে সেনাবাহিনী। মদের কারবারি বিল্লাল শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের হাশেম মিয়ার পুত্র। আটকের পর মদসহ তাকে দিরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বুধবার বিল্লালকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে মেজর মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে সেনাবাহিনী অভিযান চালিয়ে শ্যামারচর বাজার থেকে ৯৬ লিটার দেশীয় মদ ও মদের কারবারিকে আটক করে। পরে সেনাবাহিনী আসামি বিল্লাল মিয়াকে ৯৬ লিটার মদসহ দিরাই থানায় হস্তান্তর করে।