স্টাফ রিপোর্টার ::
শাল্লা উপজেলা পরিষদে রাখা দুর্গামন্ডপের ৪০টি সিসি ক্যামেরা, ১৫টি হার্ডডিস্ক গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। শুধু সিসি ক্যামেরা আর হার্ডডিস্কই নয়, খোঁজ পাওয়া যায়নি ৩২টি পূজা মন্ডপের ব্যবহৃত শতশত ফুট ক্যাবলেরও। ৮ অক্টোবর এমনই অভিযোগ করেছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। তাদের অভিযোগ গত বছর ৩২টি পূজামন্ডপের ৩২টি হার্ডডিস্ক ও প্রতিটি মন্ডপে ২টি করে ক্যামেরা লাগানো হয়েছিল। মোট ক্যামেরার সংখ্যা ছিল ৬৪টি, হার্ডডিস্ক ছিল ৩২টি। কিন্তু পূজার পরে প্রতিটি পূজামন্ডপ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব হার্ডডিস্ক ও ক্যামেরাসহ সব মালামাল নিয়ে আসেন উপজেলা পরিষদে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ তৎকালীন ইউএনও’র কাছে জানতে চান, কেনো পূজা মন্ডপ থেকে এসব মালামাল নিয়ে আসা হলো। ইউএনও তখন বলেন পূজা মন্ডপে এসব ইলেক্ট্রনিক যন্ত্রপাতি থাকলে অযত্নে অবহেলায় সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। উপজেলা পরিষদে রাখলে সেগুলো ভাল থাকবে। ফলে আগামী বছর (২০২৪ সালে) এসব ক্যামেরা ব্যবহার করা যাবে। উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বিষয়টি ইতিবাচক হিসেবেই নিয়েছিলেন। কিন্তু পূজার এসব মালামাল সুরক্ষিত রাখার পরিবর্তে হয়ে গেল গায়েব! কীভাবে উপজেলা পরিষদ থেকে এসব ক্যামেরা, হার্ডডিস্ক ও ক্যাবলসহ অন্যান্য যন্ত্রপাতি গায়েব হয়ে গেল এর কোন সদুত্তর পাওয়া যায়নি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। ফলে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ এসব মালামাল গ্রহণ করেননি।
এ ব্যাপারে শাল্লা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাস বলেন, বিগত বছরের সবগুলো পূজামন্ডপের সিসি ক্যামেরা ও হার্ডডিস্ক উধাও হওয়ায় আমরা অনেকটা উৎকণ্ঠায় পড়েছি। উপজেলা প্রশাসনের হেফাজতে থাকা এসব মালামাল গেল কোথায়? বিষয়টি তদন্ত করা দরকার।
এ বিষয়ে শাল্লা উপজেলার বর্তমান ভারপ্রাপ্ত ইউএনও মো. আলাউদ্দিন বলেন, জাতীয় নির্বাচনের সময় ৯টি সিসি ক্যামেরা লাগানো হয়েছিল। বাকি হার্ডডিস্ক ও ক্যামেরা কোথায় আছে তার জন্য ইনভেস্টিগেশন করতে হবে।
জানা যায়, ২০২৩সালে ৩২টি দুর্গাপূজা
মন্ডপের জন্য সরকার বরাদ্দ দেয় ১৬টন চাল। বরাদ্দকৃত সেই চাল বিক্রির অর্থ দিয়ে কেনা হয় ৬৪টি সিসি ক্যামেরা, ৩২টি হার্ডডিস্ক, ক্যাবলসহ অন্যান্য যন্ত্রাংশ। গত বছর প্রতিটি পূজামন্ডপে ২টি করে সিসি ক্যামেরা লাগানো হয়েছিল। কিন্তু দুর্গাপূজার পরেই প্রতিটি পূজামন্ডপ থেকে সিসি ক্যামেরাসহ অন্যান্য যন্ত্রাংশ উপজেলায় নিয়ে আসেন তৎকালীন মো. ইউএনও আবু তালেব। জাতীয় নির্বাচনে তিনি বদলি হয়ে শাল্লা উপজেলা থেকে চলে যান। এরপর পূজার এসব মালামাল ব্যবহার করা হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। অনেক ক্যামেরা লাগানো হয় উপজেলা পরিষদে, অফিসার্স ক্লাবে ও ইউএনও’র বাসভবনে। তাও মাত্র ৯টি সিসি ক্যামেরা। বাকি ৩১টি ক্যামেরা ও ১৫টি হার্ডডিস্কের কোনো তথ্য পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।