স্টাফ রিপোর্টার ::
সারাদেশের ন্যায় সুনামগঞ্জেও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) বেতন, ভাতা ও বোনাস বন্ধ রয়েছে। ফলে তারা মানবেতর জীবনযাপন করছেন জেলার ২৬৮টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিরা। বেতন না পাওয়ায় ধারদেনা করে চলছে তাদের সংসার।
জানা যায়, প্রতিদিন সিএইচসিপিগণ তাদের কমিউনিটি ক্লিনিকে যথাসময়ে উপস্থিত হতে ধারদেনার মাধ্যমে যাতায়াত টাকা যোগাড় করে উপস্থিত হয়ে স্বাস্থ্যসেবা প্রদানের কাজ চলমান রেখেছেন। দীর্ঘ প্রায় ৪ মাস গড়িয়ে যাচ্ছে কিন্তু তারা বেতন-ভাতা পাচ্ছেন না। তবুও তারা ক্লিনিকে আগত রোগীদের আন্তরিকভাবে সেবা প্রদান করে আসছেন। তারা বকেয়া বেতন পেতে বর্তমান অন্তর্বর্তী সরকারের নিকট জোর দাবি জানিয়েছেন।
সুনামগঞ্জ সদর উপজেলার মুড়ারবন্দ কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) শিপ্রা চক্রবর্তী বলেন, বিগত তিন মাসের বেতন এবং পূজার বোনাস না পাওয়ায় দৈনন্দিন খরচ যোগান দেয়া খুবই কষ্টকর হয়ে পড়েছে। আমরা আমাদের বেতন পাওয়ার দাবি জানাচ্ছি।
সুনামগঞ্জ সদর উপজেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশনের সভাপতি মো. সেকু মিয়া বলেন, বেতন ভাতা বন্ধ থাকায় পরিবারের দৈনন্দিন খরচ যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে। প্রতিমাসে সাংসারিক খরচ, বিদ্যুৎ বিল পরিশোধ, চিকিৎসা খরচ, যাতায়াত খরচ, সন্তানদের লেখাপড়ার খরচসহ নানা খরচের টাকা সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। তাই আমাদের বকেয়া ভাতা পরিশোধের জোর দাবি জানাচ্ছি।
সুনামগঞ্জ জেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশনের সভাপতি তানজিল মিয়া বলেন, আমাদের সুনামগঞ্জ জেলায় ২৬৮টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি প্রায় ৪ মাস ধরে বেতন, ভাতা না পাওয়ায় অতি কষ্টে মানবেতর জীবন যাপন করছেন। আমরা বেতন-ভাতা পাচ্ছি না। যার ফলে আমরা ঋণের বোঝা মাথায় নিতে হচ্ছে। অতি জরুরিভিত্তিতে বেতন-ভাতা প্রদানের ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।