স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সকল উপ-পরিষদের সমন্বিত কর্মসূচি হিসেবে ‘বাল্যবিবাহ বন্ধ করি, বিবাহ রেজিস্ট্রেশন নিশ্চিত করি’ স্লোগানকে সামনে রেখে রবিবার (৬ অক্টোবর) দুপুর ২টায় সুনামগঞ্জ সদর উপজেলার আলহাজ্ব জমিরুন নূর উচ্চ বিদ্যালয়ের নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উক্ত স্কুলের প্রধান শিক্ষক মো. নূরুল আমিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলার কাজী মো. নূরুল হক নোমান, হিন্দু বিবাহ নিবন্ধক সুবিমল চক্রবর্তী চন্দন।
এছাড়া জেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক স¤পাদক পাঞ্চালী চৌধুরী, লিগ্যাল এইড স¤পাদক রাশিদা বেগম, পরিবেশ বিষয়ক সম্পাদক সন্ধ্যা তালুকদার, প্রোগ্রাম এক্সিকিউটিভ তৃণা দে।
সভায় দুইজন বিবাহ নিবন্ধক বাল্যবিবাহ প্রতিরোধ ও হিন্দু ও মুসলিম বিবাহ রেজিস্ট্রেশন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।