স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ‘প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচি’র আওতায় তাৎক্ষণিক ঋণ পেয়েছেন সুনামগঞ্জের প্রান্তিক ৫৯ জন স্বল্প আয়ের মানুষ এবং কৃষক। রবিবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ ব্যাংকের নির্দেশে ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় শহরের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার তোড়া রায়ের সঞ্চালনায় ও ব্র্যাক ব্যাংকের সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান রেজাউর রহমানের সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের যুগ্ম পরিচালক তানভীর এহসান, ব্র্যাক ব্যাংকের এসএমআই ব্যাংকিং ডিবিশনের প্রধান বিপ্লব কুমার বিশ্বাস। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজার গোলাম আজাদ, সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুস সালাম মোহাম্মদ জুবের, কৃষি ব্যাংকের ম্যানেজার মুস্তাক হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংক সুনামগঞ্জের ম্যানেজার শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে ১০/৫০/১০০ টাকা প্রাথমিক জমায় খোলা নো-ফ্রিল অ্যাকাউন্টহোল্ডার, ভূমিহীন কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠী ৫০ হাজার থেকে শুরু করে ৫ লাখ টাকা পর্যন্ত স্পট লোন নেওয়ার সুযোগ পেয়েছেন। বাংলাদেশ ব্যাংকের ৭৫০ কোটি টাকার পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় এসব স্বল্প আয়ের মানুষ এই ঋণটি দেওয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন বলেন, এই সহজ ঋণের মাধ্যমে প্রান্তিক মানুষেরা নিজেদের ব্যবসায় পুঁজি বিনিয়োগ এবং নতুন ব্যবসায় প্রতিষ্ঠা করতে পারবেন। এভাবে তাঁরা তাঁদের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠে স্বচ্ছলভাবে জীবিকা নির্বাহ করতে সক্ষম হবেন। যেহেতু এই ব্যবসাগুলো বেশিরভাগই গ্রামাঞ্চলে অবস্থিত, এই প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচি গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবিত করে এসব এলাকায় নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।