স্টাফ রিপোর্টার ::
দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের সদস্যা সামছুন্নাহার ও তার লোকজনের অতর্কিত হামলায় আব্দুল মতিন নামে একজন আইনজীবী সহকারী গুরুতর আহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় আমবাড়ি বাজারে ঘটনাটি ঘটে। হামলায় আব্দুল মতিন চোখে গুরুতর আঘাত প্রাপ্ত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আমবাড়ি বাজারে জুনাইদ আহমদের চায়ের দোকানে আব্দুল মতিন চা-নাস্তা করছিলেন। এ সময় মান্নারগাঁও ইউনিয়নের ইউপি সদস্যা সামছুন্নাহার ও তার সাথে থাকা লোকজন দোকানে ঢুকে মতিনের ওপর অতর্কিত হামলা চালান। তাদের হামলায় গুরুতর আহত হন আব্দুল মতিন।
আমবাড়ি বাজার সিএনজি স্টেশনের ম্যানেজার নুরুজ্জামান জানান, আমি হট্টগোল শুনে দৌড়ে গিয়ে দেখি হোসাইনের চায়ের দোকানে মান্নারগাঁও ইউনিয়নের ইউপি সদস্যা ও কিছু লোক আইনজীবী সহকারীকে মারধর করছেন।
গোপালপুর গ্রামের সৈয়দ আহমদ জানান, আমি দৌড়ে গিয়ে এদের মারামারি দেখতে পাই।
এ বিষয়ে আহত আব্দুল মতিন বলেন, একটি মোবাইলফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে সালিসি বৈঠকে ইউপি সদস্যার সাথে মতবিরোধের সূত্রধরে আমার ওপর আক্রমণ করেছে ইউপি সদস্যা সামছুন্নাহার গংরা।
এ বিষয়ে ইউপি সদস্যা সামছুন্নাহারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আইনজীবী সহকারী আমার সাথে অন্যায় আচরণ করেছেন। তাই একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে।
এই বিষয়ে মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান ইজ্জত আলী বলেন, আমি বিষয়টি শুনেছি এ বিষয়ে রবিবার ইউনিয়ন পরিষদে সকল ইউপি সদস্যদের নিয়ে আলোচনা করা হবে।