সুনামকণ্ঠ ডেস্ক ::
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সকাল ৮টা থেকে শনিবার (৫ অক্টোবর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৮২ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯২৭ জন হাসপাতালে ভর্তি হন। চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ৩৬৫ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৬৭৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকায় আছেন ১ হাজার ৯০০ জন। বাকি ১ হাজার ৭৭৯ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে রয়েছেন।