স্টাফ রিপোর্টার ::
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে ‘সুনামকণ্ঠ সাহিত্য পরিষদে’র সভাপতি দুলাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনুপ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায় প্রধান অতিথি ছিলেন দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদক ও প্রকাশক এবং সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের উপদেষ্টা বিজন সেন রায়।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সহ-সভাপতি মো. সাজাউর রহমান, আহমেদ নূর আলবাব, সদস্য মো. জামাল হোসেন, মো. হাবিবুল্লাহ আছকির তালুকদার, মো. ছায়েদুল ইসলাম, দিলীপ কুমার দাশ, জিয়াউর রহমান, মো. হেলাল আহমেদ, জয়ন্ত পাল, হাজী মোজাম্মিল হক, আবু জাকের প্রিন্স প্রমুখ।
অনুষ্ঠিত সপ্তাহিক সাহিত্য আড্ডায় স্বরচিত কবিতা পাঠ করেন প্রভাষক মো. হাবিবুল্লাহ আছকির তালুকদার, আহমেদ নূর আলবাব, মো. সাজাউর রহমান, মো. হেলাল আহমেদ এবং স্বরচিত প্রবন্ধ পাঠ করেন জয়ন্ত পাল। সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সহকারী অধ্যাপক মো. জামাল হোসেন, প্রভাষক মো. ছায়েদুল ইসলাম, দিলীপ কুমার দাশ ও আবু জাকের প্রিন্স।
প্রধান অতিথির বক্তব্যে বিজন সেন রায় বলেন, সাহিত্য আমাদের সত্যের পথ দেখায়, সুন্দরের পথ দেখায়। মানুষকে সৃজনশীল ও মানবিক করে তোলে সাহিত্য। আসুন আমরা নিয়মিত সাহিত্য ও সংস্কৃতির চর্চা করে নিজে আলোকিত হই এবং অন্যকে আলোকিত করি।
এ সপ্তাহের আড্ডায় স্বরচিত কবিতা পাঠে সেরা কবি নির্বাচত হন প্রভাষক মো. হাবিবুল্লাহ আছকির তালুকদার। তাঁর কবিতার নাম ‘নির্বাক পৃথিবী’।
সুনামগঞ্জের বিশিষ্ট লেখক ও কবি সুখেন্দু সেন-এর লেখা কাব্যগ্রন্থ ‘স্থির হয়ে আছে’ পুরস্কার হিসেবে হাবিবুল্লাহ আছকিরের হাতে তোলে দেন উপস্থিত সাহিত্যপ্রেমিরা।
প্রতি শনিবার সন্ধ্যা ৬:৩০টায় সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের ‘সাপ্তাহিক সাহিত্য আড্ডা’ নিয়মিত অনুষ্ঠিত হবে। নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আড্ডায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।