সুনামকণ্ঠ ডেস্ক ::
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, একথা বলা হয় যে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ কারা? এর উত্তর হলো শ্রমজীবী মানুষ। এবারের আন্দোলনে আহত-নিহতের তালিকার দিকে তাকান, সেখানেও শ্রমজীবীরাই বেশি। যে ছাত্ররা আন্দোলনে অংশ নিয়েছেন- তাদের বেশিরভাগই শ্রমজীবী-কৃষিজীবী পরিবারের সন্তান। তা হলে তাদের স্বার্থ কীভাবে রক্ষা হবে?
শুক্রবার (৪ অক্টোবর) সমাজপাঠের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার থিয়েটার হলে ‘ছাত্র-জনতার অভ্যুত্থান : গণতান্ত্রিক রাষ্ট্র ও শ্রমজীবীদের হিস্যা’ শীর্ষক এক আলোচনায় তিনি এসব কথা বলেন।
আনু মোহাম্মদ বলেন, জিডিপির কথা সবাই জানেন যে এটা একটা গোঁজামিলের হিসাব। শ্রমজীবী মানুষ কতটুকু অবদান রাখছে আর রাষ্ট্র তাদের জন্য কতটুকু বরাদ্দ করছে- তার স্বচ্ছ হিসাব আপনি পাবেন না। আর যেটুকু পাবেন তাতেও আকাশ সমান বৈষম্য। সুতরাং গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হলে শ্রমজীবীদের দাবি বাস্তবায়ন করতে হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্রে বা সমাজে চার ধরনের বৈষম্য দূর না হলে গণতান্ত্রিক শাসন সম্ভব হবে না। সেগুলো হলো শ্রেণিগত, জাতিগত, ধর্মীয় এবং লৈঙ্গিক বৈষম্য। অন্তর্বর্তী সরকার এসব বৈষম্য দূর করার কোনও আলোচনা এখনও শুরু করেনি।
এসময় আরও আলোচনা করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. শাহজাদ ফিরোজ, লেখক-অ্যাকটিভিস্ট তুহিন খান, শ্রমিক সংগঠক সত্যজিৎ বিশ্বাস, পাটকল শ্রমিক আলমগীর হোসেন, গার্মেন্টস শ্রমিক মো. উদয়, ছাত্র আন্দোলনের কর্মী ও চা-শ্রমিক সংগঠক তানজিলা বেগম, রিকশা শ্রমিক সংগঠক ওবায়দুল ইসলাম ও ছাত্র আন্দোলনের সংগঠক সুজয় শুভ।
সত্যজিৎ বিশ্বাস বলেন, শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অধিকার এবং জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে শ্রমিকদের অংশগ্রহণের বাস্তব সুযোগ ছাড়া গণতান্ত্রিক শাসক অর্থহীন।
ড. শাহজাদ ফিরোজ বলেন, ‘বৈষম্যহীন’ ব্যানারে যে আন্দোলনের সূত্রপাত, তার অন্তর্গত আকুতি হলো- ন্যায়বিচারের প্রশ্ন। দেশে ‘নিউ লিবারেল ইকোনমি’ চালু রাখবেন, জনগণের কোনও সেবা রাষ্ট্র দেবে না - তাহলে কীভাবে সমাজ থেকে বৈষম্য দূর হবে?