স্টাফ রিপোর্টার ::
দিরাইয়ে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সোহাগ দাস (১০) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। নিহত কিশোর উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারুলিয়া গ্রামের সঞ্জিত দাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে ঝড়-বৃষ্টির সময় বাড়ির পাশের হাওরে মাছ ধরছিলেন সোহাগ দাস। এসময় আকস্মিক বজ্রাঘাতে ঘটনাস্থলেই নিহত হন সোহাগ। বজ্রপাতে কিশোর নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক।