ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে এ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীরের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদ, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিন, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ফারুক আহমেদ প্রমুখ।