মধ্যনগর প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণির ছাত্র আরিয়ান ভিমরুলের কামড়ে নিহত হয়েছে। গত সোমবার বিকেলে স্কুলের পাশে রাস্তায় ভিমরুল কামড় দিলে প্রথম তাকে স্থানীয় হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। পরবর্তীতে ওইদিন রাতে তার অবস্থার অবনতি হতে থাকে। মঙ্গলবার সকালে অচেতন হয়ে পড়লে সকাল আটটার দিকে তাকে হাসপাতালে আনা হয় এবং কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শিক্ষক আসমা আক্তার বলেন, আরিয়ান আর স্কুলে আসবে না, বসবে না সহপাঠীদের সাথে। ভিমরুলের কামড়ে সে দুনিয়া থেকে চিরবিদায় নিল - এমনটা মানা যায় না।
স্কুলের সহকারী শিক্ষক পুলক বিহারী মজুমদার বলেন, গতকালও আরিয়ান বিদ্যালয়ে উপস্থিত ছিল। তার মৃত্যুতে শিক্ষক ও শিক্ষার্থীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।