ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা পরিষদ সভা কক্ষে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে সোমবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীরের সঞ্চালনে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদ তুষার, ধর্মপাশা থানার ওসি মো. এনামুল হক, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, গৃহিণী সাদিয়া আক্তার, কন্যা শিশু জুঁই রানী দাস প্রমুখ। এর আগে দিবসটি উপলক্ষে ওইদিন সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়।