স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে বজ্রপাতে চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা চার জনই হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে মারা যান। রবিবার ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার পৃথক স্থানে এই ঘটনা সংঘটিত হয়। নিহতদের মধ্যে দু’জন দোয়ারাবাজারের, একজন ছাতকের ও অপরজন জামালগঞ্জের বাসিন্দা ছিলেন।
স্থানীয়রা জানান, রবিবার সকাল সাতটায় দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে জালাল মিয়া (৩০) ও একই গ্রামের নুরুল হকের ছেলে জসিম উদ্দিন (২৮) বাড়ির পাশের হাওরে মাছ ধরতে যায়। এসময় আকস্মিক বজ্রপাতের ঘটনাস্থলে দুইজন মৃত্যুবরণ করেন।
এদিকে জামালগঞ্জে ভোর রাতে বজ্রপাতের ঘটনায় শরিফ মিয়া (৩৫) নামের আরেক জেলের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কালাগোজা গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে। বাড়ির পাশের নয়া হাওরে মাছ ধরার সময় বজ্রপাতের ঘটনায় তিনি মারা যান।
এছাড়াও ছাতক উপজেলার সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের বাসিন্দা সুন্দর আলী নামে আরেক জেলে বজ্রাঘাতে মারা গেছেন। তিনি এলাকার মৃত মুরশেদ আলী ছেলে। সকালে বাড়ির পাশের হাওরে সকালে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতের শিকার হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।