স্টাফ রিপোর্টার ::
‘পর্যটন শান্তির সোপান’ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার নেতৃত্বে শহরে একটি র্যালি বের হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া’র সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, জেলা ক্যাবের সাধারণ স¤পাদক সাংবাদিক শাহজাহান চৌধুরী, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, সাংবাদিক এআর জুয়েল, সোহানুর রহমান প্রমুখ।
সভায় বীর মুক্তিযোদ্ধা হাজী নূরুল মোমেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. রৌশান আহমেদসহ হাউসবোট, বিভিন্ন হোটেলের মালিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শুরুতে দিবসটির তাৎপর্য ও সুনামগঞ্জের বিভিন্ন পর্যটন ¯পটগুলোর বর্ণনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নাসরিন সুলতানা।
আলোচনা শেষে ২৬ টি হাউসবোটর মালিককে টাঙ্গুয়ার হাওর এলাকায় পর্যটকবাহী হাউসবোট তালিকাভুক্তির সনদ প্রদান করা হয়। এনিয়ে টাঙ্গুয়ার হাওরে ৮০টি হাউসবোট পর্যটক বহনের অনুমতি পেল।