স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আমবাড়ি ফিডার বিভক্তকরণের জন্য আগামীকাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত থানা ফিডার, হাসননগর ফিডার ও আমবাড়ি ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না। বৃহস্পতিবার সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ এক বিজ্ঞপ্তি এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমবাড়ি ফিডার বিভক্তকরণের জন্য থানা ফিডার:- কোর্ট পয়েন্ট, লম্বাহাটি, আমপাড়া, পূর্ব তেঘরিয়া জামতলা, পুরাতন বাসস্ট্যান্ড, জামাইপাড়া, দক্ষিণ আরপিননগর, রায়পাড়া, সোমপাড়া, মোক্তারপাড়া, ট্রাফিক পয়েন্ট, কালিবাড়ী, লঞ্চঘাট, উকিলপাড়া, কাজির পয়েন্ট, বিহারী পয়েন্ট, প্রিয়াঙ্গন মার্কেট, এসপি বাংলা; হাসননগর ফিডার:- হাজিপাড়া, নতুনপাড়া, মরাটিলা, শান্তিবাগ, বাঁধনপাড়া, মহিলা কলেজ রোড, হোসেন বখত চত্বর, মুসলিম হোস্টেল, ময়নার পয়েন্ট, কোরিয়ার পাড়, হাসপাতাল রোড, সুলতানপুর, কলেজ রোড, হাসননগর, আফতাব নগর, গুজাউড়া; আমবাড়ি ফিডার:- ষোলঘর, ধোপাখালী, নবীনগর, বিলপাড়, আলিপাড়া, বনানীপাড়া, মোহাম্মদপুর, বদিপুর, মাইজবাড়ী, ডাকুয়াখালী, অচিন্তপুর, হামিলপুর, শেখেরগাও, আইমাগাও, আমবাড়ি বাজার, আমবাড়ি গ্রাম, যোগীরগাও, ধনপুর, হাজারীগাও এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাজ শেষে যথারীতি লাইনসমূহ চালু করা সম্ভব হবে।