স্টাফ রিপোর্টার ::
২০০৯ সালে পিলখানা হত্যাকান্ডের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার দুপুর ১২টায় বিডিআর কল্যাণ পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে মানববন্ধন করেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যরা।
মানববন্ধনে তারা বলেন, পিলখানা হত্যাকা-ে যেসকল বিডিআর সদস্যদের চাকরিচ্যুত ও কারাবন্দী করে রাখা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি ও সবধরনের সরকারি সুযোগ-সুবিধার মাধ্যমে চাকরিতে পুনর্বহাল করতে হবে। তারা বলেন, চাকরিচ্যুত বিডিআর সদস্যরা চাকরি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। মিথ্যা ষড়যন্ত্র থেকে মুক্তি দিয়ে বিডিআর সদস্যদের অতিদ্রুত চাকরি ফিরিয়ে দেয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই।
এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিডিআর কল্যাণ পরিষদের সমন্বয়ক সাবেক বিডিআর সদস্য ফরিদ, বীর মুক্তিযোদ্ধা সুবেদার হুমায়ুন কবির, জেলা সহ-সমন্বয়ক সিপাহী বশির আহমেদ, সিপাহী আবুল কাসেম, সিপাহী আবদুল কাদির প্রমুখ।