স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা প্রকল্পের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জামালগঞ্জ ব্র্যাক কার্যালয়ে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণের লক্ষ্যে সাংবাদিক, এনজিও ব্যক্তিত্ব, শিক্ষক, ব্যবসায়ী, ফেরত অভিবাসী সমন্বয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
ফোরাম সভায় অভিবাসনের বর্তমান চিত্র এবং অভিবাসনের বাঁধাসমূহ উত্তরণে নিরাপদ অভিবাসন ও ফেরত আসা অভিবাসীদের পুনর্বাসনে করণীয় এবং নিরাপদ অভিবাসনের ইতিবাচক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ফোরাম সদস্যগণ নিরাপদ অভিবাসনের জন্য একত্রে কাজ করার অঙ্গীকার করেন। সভায় আলোচনা হয়, প্রবাসবন্ধু ফোরাম প্রবাসীদের জন্য সত্যিকারের বন্ধু হিসেবে সব সময় পাশে থেকে কাজ করবে। এরই লক্ষ্যে সদস্যগণ ত্রৈমাসিক পরিকল্পনা প্রদান করেন এবং কমিটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন। সভাটি সঞ্চালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এমআরএসসি সুনামগঞ্জের সাইকোসোশ্যাল কাউন্সেলর শাওন রায় এবং সভা সমন্বয়ক ছিলেন পাবেল কান্তি সরকার।