সুনামকণ্ঠ ডেস্ক ::
সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের করা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাদের প্রত্যেকের নামে দুটি করে মোট চারটি এনআইডি বাতিল করেছে ইসি। নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাসচিব মো. মাহবুব আলম তালুকদার এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।
সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের প্রভাব খাঁটিয়ে দুই ভাই তথ্য গোপন করে নিজেদের নাম পরিবর্তন করে জাতীয় পরিচয়পত্র করে। পরে বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফ কীভাবে মিথ্যা তথ্য দিয়ে এনআইডি কার্ড পেলেন, তা খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠনের করেছিল কমিশনের এনআইডি শাখা। ওই কমিটির সুপারিশের প্রেক্ষিতে তাদের আইডি বাতিল করা হয়েছে।
নির্বাচন কমিশনের পরিচালক (গণসংযোগ) শরিফুল আলম বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের করা চারটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে নির্বাচন কমিশন। তারা দেশে এনআইডির কোনো সুবিধা পাবেন না।
এনআইডি ডিজি মাহবুব আলম তালুকদার জানান, ২০১৮ সালের জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত বাংলাদেশের চিফ অব আর্মি স্টাফ ছিলেন জেনারেল আজিজ আহমেদ। নিজেদের নামের পাশাপাশি মা-বাবার নামও বদল করেছেন আজিজ আহমেদের দুই ভাই হারিছ ও জোসেফ। হারিছ আহমেদ এনআইডিতে ‘মোহাম্মদ হাসান’ এবং জোসেফ নাম পরিবর্তন করে লিখেছেন ‘তানভীর আহমেদ তানজীল’। এ ছাড়া তারা ঠিকানাও পরিবর্তন করেছেন।
২০১৯ সালে হারিছ আহমেদ এনআইডি কার্ডে তার ছবিও পরিবর্তন করেছিলেন। তৎকালীন সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ এই ছবি পরিবর্তনের জন্য সুপারিশ করেছিলেন।
জনউদ্যোগের আইসিটি দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ
স্টাফ রিপোর্টার ::
বিভিন্ন অ্যাপস ব্যবহারের মাধ্যমে সরকারি ও অন্যান্য প্রতিষ্ঠানের সেবা প্রাপ্তিতে তরুণ-তরুণীদের দুই দিন ব্যাপী আইসিটি দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। সুনামগঞ্জের সচেতন নাগরিকদের সংগঠন জনউদ্যোগের আয়োজনে বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল আইসিটি ল্যাবে এই প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণে ২০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেছে।
প্রশিক্ষণের উদ্বোধনী করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সমর কুমার পাল। এছাড়াও উপস্থিত ছিলেন জনউদ্যোগ জাতীয় কমিটির সদস্য সচিব তারিক হোসেন, সুনামগঞ্জ জনউদ্যোগের সদস্য ও জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আবেদীন, সুনামগঞ্জ জনউদ্যোগের সদস্য সচিব সাইদুর রহমান আসাদ।
সভায় বক্তারা বলেন, ৪র্থ শিল্প বিপ্লবের এই সময়ে ডিজিটাল জগতের বাস্তবতায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। এজন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষতার বিকল্প নেই। ডিজিটাল জগতের মহাসমুদ্রে ভালো জিনিসের পাশাপাশি অনেক বিপদ এবং ফাঁদও রয়েছে। এজন্য সবাইকে সচেতন ও সতর্ক হতে হবে। ভালো কিছু গ্রহণ করার সঙ্গে খারাপগুলোও বর্জন করার কৌশল শিখতে হবে। এজন্য তথ্যপ্রযুক্তি ব্যবহারের টেকনিক, আইনকানুন, নীতিমালা সম্পর্কে জানতে হবে, সচেতন হতে হবে। কোনটা মিথ্যা, ভুয়া, গুজব, অপপ্রচার এসব চিহ্নিত করার দক্ষতা অর্জন করতে হবে। এ প্রশিক্ষণের মধ্য দিয়ে সে দক্ষতা অর্জন করতে পারবে। এখন বাস্তব জীবনে এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান তোমাদেরকে কাজে লাগাতে হবে, তবেই এ প্রশিক্ষণের সার্থকতা হবে।