স্টাফ রিপোর্টার ::
শাল্লায় অকৃষককে পিআইসি প্রদান করাসহ পিআইসি গঠনে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা কমিটির সভাপতি ও জেলা কমিটির সভাপতি বরাবরে লিখিত আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসক বরাবরে এবং এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এই আবেদন করেন প্রকৃত কৃষক প্রতিনিধিরা। পলাশ চৌধুরী নামের উপজেলার ডুমরা এলাকার কৃষক সন্তান এই আবেদন করেন।
লিখিত আবেদন থেকে জানা যায়, উপজেলার ভেরাডহর হাওরের ৫০ নং প্রকল্পে নিয়ম নীতি ভঙ্গ করে, গণশুনানী না করে সুবিধা নিয়ে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারি প্রকৌশলী মো. আব্দুল কাইয়ুমসহ একটি চক্র লিপ্টন দাসকে সভাপতি ও করুণ দাসকে সদস্য সচিব করে কমিটি প্রদান করেছেন। ওই দুই ব্যক্তির ওই হাওরে এক ইঞ্চি জমিও নেই বলে লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন। তাই অবিলম্বে পিআইসি পুনর্গঠন করে প্রকৃত কৃষকদের দিয়ে কমিটি গঠনের আহ্বান জানান তিনি। লিখিত অভিযোগে তিনি এই প্রকল্প ছাড়াও উপজেলার অন্যান্য প্রকল্পও নিয়ম ভঙ্গ করে গঠন করেছেন বলে উল্লেখ করেন।