স্টাফ রিপোর্টার ::
নেত্রকোণা ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় হাওর বাঁচাও আন্দোলনের কমিটি গঠন করা হয়েছে।
নেত্রকোণা জেলা কমিটি গঠন উপলক্ষে গত শুক্রবার নেত্রকোণাস্থ উন্নয়ন সংস্থা সেরা’র প্রশিক্ষণ কেন্দ্রে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সালেহিন চৌধুরী শুভ।
সভায় শ্যামলেন্দু পালকে আহ্বায়ক এবং কৃষিবিদ মো. মোস্তাসিম বিল্লাহকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস এম মজিবুর রহমান, জামাল উদ্দিন খান, মনোয়ারুল হক পারভেজ, মো. সুমন খান, মো. মোনায়েম খান, মো. হারুন অর রশিদ, সঞ্জয় সরকার, মো. সিরাজুল ইসলাম ফকির, কে এম এ জামী, মো. আজিজুর রহমান, চয়ন দাস প্রমুখ।
অপরদিকে, হাওর বাঁচাও আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে কাউকালিস্থ স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ২১ সদস্যবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা আহ্বায়ক কমিটি গঠিত হয়। এসএম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সালেহিন চৌধুরী শুভ ও সাংগঠিনক স¤পাদক একে কুদরত পাশা।
সভার প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান বলেন, আমাদের হাওর না বাঁচলে দেশ বাঁচানো যাবে না। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় হাওর বাঁচাতে হবে। ৭টি জেলায় নিয়ে গঠিত হাওর অঞ্চলে ২ কোটি লোকের একটি স্বপ্ন বাস্তবায়নের জন্য হাওর বিষয়ক মন্ত্রণালয় করার জোর দাবি জানানো হয়।
সভায় এস এম শাহীনকে আহ্বায়ক ও শামীম আহমেদকে সদস্য সচিব, আশিকুর রহমান ভূইয়া, সুমন মনি, এমরান হোসেন মাসুদ, নীহার রঞ্জন সরকারকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্যবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা আহবায়ক কমিটি করা হয়। উক্ত আহ্বায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে উপজেলা কমিটি করার মাধ্যমে সম্মেলন করে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করবে।