স্টাফ রিপোর্টার ::
ছাতক আসছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। মন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) মো. আখতারউজ-জামান স্বাক্ষরিত পত্রে জানানো হয়, শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবেন মন্ত্রী। সিলেট পৌঁছে ছাতক উপজেলার জাহিদপুর গ্রামের উদ্দেশ্যে যাত্রা করবেন। ওইদিন দুপুরে জাহিদপুরে বিশিষ্ট সমাজসেবী মো. মোসাহিদ আলীর জানাজার নামাজে অংশগ্রহণ শেষে পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।