স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর সীমান্তে পুলিশের অভিযানে ১৫০ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ ও একটি হিরো মোটরসাইকেল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য দুই লাখ টাকা। এঘটনার সাথে জড়িত দুজন পলাতক রয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঢালারপাড় এলাকা থেকে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ অভিযান চালিয়ে এগুলো জব্দ করে।
পুলিশ সূত্রে জানাযায়, পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জয়নাল আবেদীনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ারেন্ট অভিযান পরিচালনা করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহ হয়। তখন মোটরসাইকেলটি পুলিশ থামানোর চেষ্টা করে। পুলিশের নির্দেশনা না মেনে মোটরসাইকেল চালক ও আরোহী কিছু দূর গিয়ে মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। পরে পুলিশ মোটরসাইকেল ও সেখানে থাকা ১৫০ বোতল অফিসার্স চয়েস মদ জব্দ করে। এসআই জয়নাল আবেদীন জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।