স্টাফ রিপোর্টার ::
“সুস্বাস্থ্যের মূলনীতি, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো সুনামগঞ্জ জেলায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসন, সুনামগঞ্জের সহযোগিতায় ৫ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, ব্যবসায়ীদের লোভ-লালসা পরিহার করে হালালভাবে ব্যবসা পরিচালনা করতে হবে। সৎভাবে উপার্জন করতে হবে। তাহলে দুনিয়া-আখিরাতে শান্তি পাবেন। আগামী প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ সৃষ্টির জন্য আপনার-আমার সবার দায়িত্ব। নিজেরা ভাল থাকতে এবং অন্যান্যদের ভাল রাখতে হবে – এই মন-মানসিকতা সৃষ্টি করতে হবে।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম মাহবুবের পরিচালনায় ও জেলা নিরাপদ খাদ্য অফিসার শরীফ উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল সোম, জেলা প্রাণিস¤পদ কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, ভোক্তা অধিকার সংরক্ষণ সভাপতি আব্দুল আউয়াল প্রমুখ।
আলোচনা সভায় জেলা নিরাপদ খাদ্য অফিসার শরীফ উদ্দিন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সুনামগঞ্জের বিভিন্ন কার্যক্রম, নিরাপদ খাদ্য আইন ২০১৩ এবং বিভিন্ন বিধি ও প্রবিধিসমুহ, নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ধারা ২৩ থেকে ৪২-এর আলোকে অপরাধ ও দণ্ড বিষয়ক বিভিন্ন বিষয় সভায় উপস্থাপন করেন।