সুনামকণ্ঠ ডেস্ক ::
আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ১৩৮ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সব কেন্দ্রে সকালে ব্যালট পেপার পাঠানোর জন্য জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ভোটের দিন সকাল ৬টা মধ্যে ব্যালট পাঠাতে হবে।
ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান, ব্যালট পেপার ছাড়া অন্যান্য উপকরণ ভোটের আগের দিন কেন্দ্রে যাবে। তবে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকলে কেবল সংশ্লিষ্ট এলাকায় ব্যালট পেপার আগের দিন যাবে। এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সব পর্যায়ে ব্যালট পেপারের অধিকতর নিরাপত্তার জন্য ভোটগ্রহণের দিন সকালে ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানারে জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। যেসব ইউনিয়নে ভোটগ্রহণের দিন সকালে ব্যালট পেপার পৌঁছানো সম্ভব হবে না ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের আগে উপযুক্ত কারণসহ নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।